বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৭:২৬
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৯:১৩

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজ ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রণোদনার আওতায় একহাজার ৪৬০ হেক্টর জমিতে রবিশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০ হাজার ৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদামসহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।