বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৭:১০

চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড আটক

চট্টগ্রাম, ৬ নভেম্বর বন্দরে ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড আটক। ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরে পাখি খাদ্যের ঘোষণায় আনা দুই কনটেইনার ভর্তি ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। আটককৃত পণ্যের বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। পপি সিড ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে আমদানি নিষিদ্ধ।

কাস্টমস সূত্র জানায়, ঘোষিত পণ্যের মূল্য ছিল ৩০ লাখ টাকা। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

কাস্টমস আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা এই অভিযান পরিচালনা করে। পাকিস্তান থেকে আমদানি করা দু’টি কন্টেইনারে ঘোষণায় ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড উল্লেখ থাকলেও কায়িক পরীক্ষায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড এবং ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া যায়।

পণ্যগুলো আমদানি করে চট্টগ্রাম কোতয়ালি থানাধীন ৭নং কোরবানিগঞ্জে অবস্থিত মেসার্স আদিব ট্রেডিং। তাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করে এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, পাকিস্তান থেকে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরে দু’টি কনটেইনার ভর্তি পণ্য আমদানি করা হয়। তা খালাসের জন্য ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে আনা হয়। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ চালান দু’টির খালাস স্থগিত করে এবং পরবর্তী সময়ে কায়িক পরীক্ষা সম্পন্ন করে। দুই কনটেইনারে পাওয়া ৩২ টনের মধ্যে ৭ টন পাখির খাদ্য থাকলেও বাকি ২৫ টন ছিল নিষিদ্ধ পপি বীজ। বিষয়টি আড়াল করতে কনটেইনারের দরজার মুখে পাখির খাদ্যের বস্তা সাজিয়ে রাখা হয়েছিল, আর ভেতরের অংশ ভরা ছিল পপি বীজে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং উদ্ভিদ সংগনিরোধ দফতরের পরীক্ষায় ওই পণ্যকে পপি সিড হিসেবে নিশ্চিত করা হয়।

কাস্টমস জানায়, অঙ্কুরোদগম-উপযোগী পপি বীজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদক হিসেবে গণ্য হয়। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পপি সিড ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে আমদানি নিষিদ্ধ। মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্য আমদানি করায় কাস্টমস আইন-২০২৩ অনুসারে চালানটি আটক করা হয়েছে।