শিরোনাম

।। মুহাম্মদ নুরুজ্জামান।।
খুলনা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় চলতি রবি মৌসুমে (২০২৫-২০২৬) ১ লাখ ৮ হাজার ৮৫১ হেক্টর জমিতে লবণাক্ততা সহনশীল ফসল আবাদ করা হয়েছে। খুলনা জোনের আওতায় চার জেলায় (ডিএই) এ মৌসুমে ৯ লাখ ৪৯ হাজার ৬০২ টন রবি ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। লবণাক্ততা সহনশীল ফসলের মধ্যে রয়েছে, সরিষা, পেঁয়াজ, সূর্যমুখী, তিল, গম, ভুট্টা ও বিভিন্ন ধরনের ফসল।
কৃষি কর্মকর্তাদের মতে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং নড়াইল জেলা জুড়ে ৫১ হাজার ১৬৭ হেক্টর জমিতে কৃষকরা ইতোমধ্যে ফসল চাষ করেছেন। রবি ফসলের চাষ ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে যা ২০২৬ সালের ১৫ মার্চের মধ্যে শেষ হবে। রবি ফসলের চাষ মূলত লবণাক্ততা সহনশীল উপকূলীয় অঞ্চলসহ এই অঞ্চলের জমিতে করা হয়।
এদিকে, উপকূলীয় অঞ্চলের জমিতে বিভিন্ন ফসলের চাষ প্রতি বছর সম্প্রসারিত হচ্ছে। ফলে দরিদ্রতা হ্রাস পাচ্ছে এবং খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাট জেলার উপকূলীয় অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবি ফসলের চাষ সম্প্রসারণে উন্নতমানের বীজ ও সার বিতরণ করছে।
জেলার কয়রার উপকূলীয় অঞ্চলের কৃষক নওয়াব আলী, শরীফ গাজী ও নুরু হাওলাদার এবং পাইকগাছা উপজেলার কৃষক গোবিন্দ দাস জানান, রবি ফসলের মৌসুমে লবণাক্ততা সহনশীল উপকূলীয় জমিতে বিভিন্ন ফসল চাষ করে তারা স্বাবলম্বী হয়েছেন। তাদের ভাগ্যে পরিবর্তন এসেছে।
পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কৃষক আব্দুল হালিম গাজী বলেন, অনেক কৃষক অধিক লাভের জন্য একই জমিতে স্বল্পমেয়াদী আমন ধান কাটার পর সরিষাসহ কিছু ফসল বপন করেন। এতে তারা লাভবান হন।
খুলনা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ রবি ফসলের মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৬৮ হাজার ৩০২ হেক্টর জমি থেকে ১৩ লাখ ২ হাজার টন ফসলের বাম্পার উৎপাদন অর্জন করে। কিন্তু এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, খুলনা কৃষি অঞ্চলের কৃষকরা রবি ফসলের চাষ শুরু করেছেন। আগামী বছরের মার্চ মাসে এই মৌসুম শেষ হবে।
তিনি বলেন, ক্রমবর্ধমান মৌসুমে সমন্বিত সেচ ব্যবস্থার পাশাপাশি উপযুক্ত জলবায়ু ও পরিশ্রমের ফলে কৃষকরা কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়ার আশা করছেন। এছাড়া কৃষি ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ঋণ বিতরণ করেছে। গত রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় দুই লাখেও বেশি পরিবার ফসল চাষ করে স্বনির্ভরতা অর্জন করেছে। তারা স্বাবলম্বী হয়েছে।