শিরোনাম

জয়পুরহাট, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কালাই উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য প্রস্তুতে স্বাস্থ্যবিধি না মানা ও পচা-বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ‘বিসমিল্লাহ হোটেল’ নামের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ‘বিসমিল্লাহ হোটেল’ -এর খাবার রাখার স্থানে ময়লাযুক্ত ফ্যান, ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে রাখা, পচা-বাসি খাবার সংরক্ষণ করা, বিভিন্ন খাবার অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা এবং আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানকালে কালাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও কালাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।