বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৭

মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান

ছবি : বাসস

মাগুরা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় ৩৯ জন দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

আজ দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. অহিদুল ইসলাম। জেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের হাতে সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক গ্রহণের পর উপকারভোগীরা জানান, এই অনুদান তাদের পারিবারিক ও শিক্ষাগত ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রতিবছর দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।