শিরোনাম

টাঙ্গাইল, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের সখিপুরে নকল জনসন বেবি ওয়েল, শ্যাম্পু, সাবান, পাউডারসহ বিভিন্ন প্রসাধনী বিক্রি করার দায়ে একটি দোকানকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কসমেটিকসের দোকানকে ১ লাখ টাকা জরিমানা করে। দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সখিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি জানান, সখিপুর বাজারে পরিচালিত অভিযানে বাচ্চাদের ব্যবহৃত নকল ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রয় করার অপরাধে সাদিয়া কসমেটিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুলসংখ্যক নকল প্রসাধনী জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে সেনাবাহিনী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।