শিরোনাম

বগুড়া, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ থেকে শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী আজ সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে।
অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা, ফুটপাত দখল করে ফলের দোকান, পান, জুতার দোকান, ফুটপাতের খাওয়ার দোকান উচ্ছেদ করেছে পুলিশ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার সকালে বগুড়া প্রেসক্লাব সংলগ্ন সপ্তপদী মার্কেটে অভিযান চলাকালে পুলিশ পরিদর্শক শহিদুল হকের সঙ্গে আলাপকালে তিনি বাসসকে বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সকল রাস্তা ঘাট অবৈধ দখল মুক্ত করতে হবে বলে গতকাল বুধবার সকালে শহীদ খোকন পার্কে পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজ নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশক্রমেই আমরা আজ থেকে মাঠে নেমেছি। জেলার যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।’
এখন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ বাহিনীর সদস্যরা পুরো শহরে যানজট নিরসনে টহল অভিযান আরো জোরদার করবে বলে জানান পুলিশ পরিদর্শক শহিদুল হক।