শিরোনাম

রাজবাড়ী, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে, ‘গ্রাম পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা ও প্রচার বৃদ্ধির লক্ষ্যে’ জেলার ইমাম ও পুরোহিতদের নিয়ে এক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং কর্মকর্তা ইসফাক ওয়াহেদ বিন রহিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস. এম. হাফিজুর রহমান, এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
প্রশিক্ষণে আলোচকরা বলেন, নিরাপদ খাদ্য গ্রহণে অবহেলা এবং ভেজাল খাদ্য ব্যবহারের কারণে দেশের মানুষ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
প্রতি পাঁচ জন তরুণের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হচ্ছে, প্রতি পাঁচ জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছে, প্রতি বছর ৮ থেকে ১০ লাখ মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত হচ্ছে, ৪০ হাজার মানুষের কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে যাচ্ছে, এবং প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে ভুগছে।
বক্তারা আরও বলেন, সমাজের ধর্মীয় নেতারা জনগণকে সচেতন করার মাধ্যমে নিরাপদ খাদ্য আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারেন। তাই ইমাম ও পুরোহিতদের এই প্রশিক্ষণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জেলার ৪৫ জন ইমাম এবং ৫ জন পুরোহিত সহ ৫০ জন উপস্থিত ছিলেন।