শিরোনাম

রাজশাহী, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে দলীয় নেতা-কর্মীরা।
ধানের শীষ প্রতীকের এ প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।
বুধবার নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ফুল ও স্লোগানে তাকে বরণ করে নেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।