শিরোনাম

সুনামগঞ্জ, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে নেতাকর্মীরা বরণ করে নিয়েছেন।
উক্ত আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
গতকাল কলিম উদ্দিন আহমদ মিলন সুনামগঞ্জ নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।