বাসস
  ০৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৪

নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা

নাটোর, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় ভেজাল গুড় তৈরি ও বিপণনের অপরাধে দুই ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।

জানা যায়, নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় কোরবানের গুড় কারখানা এবং লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় রাকিব গুড় কারখানায় অভিযান চালিয়ে হাইড্রোজসহ অন্যান্য ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন কার্যক্রমের প্রমাণ পায়।

এ সময় কোরবান গুড় কারখানার মালিক কোরবান আলীকে এক হাজার এবং রাকিব গুড় কারখানার মালিক রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করে অভিযুক্ত দুই ব্যক্তি দায় থেকে অব্যাহতি লাভ করেন।

সহকারী পরিচালক জানান, খাদ্যপণ্যে অপদ্রব্য মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।