শিরোনাম

নেত্রকোণা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস): নেত্রকোণা- মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এতে অটোরিকশার যাত্রীসহ আহত হয়েছেন কয়েকজন। গতকাল বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক ইয়াসিন মিয়া (১৭) নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের চরপাড়া গ্রামের ওয়ারেছ মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় কলমাকান্দা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস জেলা শহর নেত্রকোণা থেকে যাত্রী নেওয়ার জন্য ছেড়ে আসে। বাসটি সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ সড়কে থাকা আরো দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ইয়াসিন মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মোট কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত করা যায়নি। গাড়ির চালক ও হেলপার এ সময় গাড়ি রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ঘাতক সাগরিকা পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।