শিরোনাম

খুলনা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) খুলনা বিভাগের বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের দশটি মনিটরিং টিম চাল, ভোজ্যতেল, পেঁয়াজ, শাকসবজি, হাঁস-মুরগি এবং ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা পরীক্ষা করে। গতকাল দিনব্যাপী খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল এবং মেহেরপুরের বাজার পরিদর্শন করে এসব জরিমানা আদায় করা হয়।
খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, অভিযানে যশোরের একটি হোটেল ও রেস্তোরাঁকে অবৈধ খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে খুলনা, কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা, নড়াইল এবং মেহেরপুরের অন্যান্য দোকানগুলোকে ভুয়া লেবেলিং, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্য নির্ধারণের মতো অপরাধে মোট ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন, ডিএনসিআরপি কর্মকর্তারা ব্যবসায়ীদের দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ দেন। ভবিষ্যতে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত যে-কোনো ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্মকর্তারা সতর্ক করেন।