বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

সিলেট, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের শাহপরান (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মহাসড়কের খাদিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।

আহতরা হলেন, শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর থানা এলাকার আজমল লস্করের ছেলে মো. হাবিবুর লস্কর (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চালক মুন্নাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী তাজুল মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।