বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৯:২৩

ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাকালীন অধ্যাপক আবদুর রাজ্জাকের ৯৩তম জন্মদিবস উপলক্ষ্যে এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ও প্রামাণ্যচিত্র নির্মাতা অধ্যাপক ড. ফাহমিদা আক্তার এবং অধ্যাপক আবদুর রাজ্জাকের পুত্র আসিফ আহমেদ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘গড়নের গহীনে’ প্রদর্শন করা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।