শিরোনাম

গাজীপুর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বুধবার সকাল ৬টার দিকে মহানগরীর কোনাবাড়ীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে আমবাগ বাবুর্চির মোড়ে বাহার মিয়া নামে এক ব্যবসায়ীর ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালানোর পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, আগুনের খবর পেয়ে আমরা সেখানে যাই। তবে অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণ করা গেছে। এতে ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা নেই।