শিরোনাম

রাজশাহী, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) মঙ্গলবার তাদের ওয়েবসাইটে একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে।
সেই র্যাঙ্কিংয়ে এশিয়ায়-২০২৬ এ রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩১২তম স্থান অধিকার করেছে। ২০২৫ সালে একই র্যাঙ্কিংয়ে রাবির অবস্থান ছিল ৩২০তম।
আজ বুধবার রাবির জনসংযোগ দপ্তররের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন সবাই অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।