বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৭:৫১

কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব

আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নব নিযুক্ত সচিব বিলকিস জাহান রিমি। ছবি: পিআইডি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নব নিযুক্ত সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা দিয়ে শৃঙ্খলার সঙ্গে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন। 

তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন। 

বিলকিস জাহান রিমি বলেন, ‘আমি শৃঙ্খলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা প্রদান করবেন। মন্ত্রণালয়ের অনলাইনকৃত সেবার আরো মানোন্নয়ন করতে হবে। 

উপদেষ্টার নির্দেশনা মতো সবাইকে একত্রিত হয়ে কাজ করবো।’

তিনি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে আরো ভালো ভূমিকা রাখা সম্ভব হবে। আগামীতে এদেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে, সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে ও আরো কর্মসংস্থানে সুবিধা হবে।‘  

এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো. কবির উদ্দিন সিকদার, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, জেডিপিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রায়না আহমদ, ড. মো. মনজুরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, হাফসা বেগম, উপ-সচিব সাইফুল ইসলাম আজাদ, মো. জিল্লুর রহমান, বীথি দেবনাথ এবং মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

গত ২ নভেম্বর তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি’কে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করে প্রজ্ঞাপন জারি করা হয়।