বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৫:২২

টাঙ্গাইলে ‘সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার টাঙ্গাইলে ‘গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

টাঙ্গাইল, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলে ‘গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা হল রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।
কর্মশালায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ করণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস) স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।
কর্মশালায় সদর উপজেলার কোর রোড হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ১৮টি রাস্তা প্রশস্তকরণের লক্ষে কর্মশালায় প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়। যা পরবর্তীতে আরো যাচাই-বাছাই করে রাস্তাগুলো প্রকল্প আকারে বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর এ আলম, মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন, গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মোখাখারুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, রাজনৈতিক নেতা, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।