বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৩:৫৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা বিএনপির ২ দিনের কর্মসূচি

সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপি ২ দিনের কর্মসূচি ঘোষণা করে। ছবি : বাসস

খুলনা, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) :আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপি ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 

কর্মসূচির মধ্যে ৭ নভেম্বর বিকেল ৩টায় জিয়া হল চত্বর থেকে র‌্যালী এবং ৮ নভেম্বর শহীদ হাদিস পার্কে জনসভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দলের জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা করেন খুলনা জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে মোল্লা খায়রুল ইসলাম, শামীম কবির, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, সাইফুর রহমান মিন্টু, আশরাফুল আলম নান্নু, আরিফুল ইসলাম, আনিসুর রহমান, সুলতান মাহমুদ, নাজমুস সাকিব পিন্টু, ডা. আব্দুল মজিদ, সাইফুর রহমান সাইফ, হাফিজুর রহমান, শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনির হাসান টিটো, মনিরুজ্জামান লেলিন,  খন্দকার ফারুক হোসেন প্রমুখ।

প্রস্তুতি সভায় সকল উপজেলা ও পৌরসভায় ঐতিহাসিক ৭ই নভেম্বরের তাৎপর্যপূর্ণ আলোচনা সভা সহ কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি আগামী ৭ নভেম্বর বিকেল ৩টায় জিয়া হল চত্বর থেকে র‌্যালী ও ৮ নভেম্বর শহীদ হাদিস পার্কে জনসভা সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।