শিরোনাম

খুলনা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে খুলনার ৫টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই প্রার্থীর তালিকা ঘোষণা করেন।
খুলনার ৫টি আসনে প্রার্থীরা হলেন, খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পি।
এদিকে, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পি দলীয় মনোনয়ন পাওয়ায় এটিকে চমক হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে তিনি আলোচনার বাইরে থেকেই মনোনয়ন লাভ করায় এ চমক তৈরি হয়। এর আগে রোববার তাকে খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য থেকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।
অপরদিকে, খুলনা-১ আসনে কাউকে প্রার্থী ঘোষণা করেনি দলটি। এ আসনটিতে দলের নেতা আমির এজাজ খান ও জিয়াউর রহমান পাপুল মনোনয়ন প্রত্যাশী।