বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৩:২৭

চলনবিলের কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান শুরু

মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলার কৃষকদের কৃষি প্রণোদনা প্রদান করা হয়। ছবি: বাসস

নাটোর, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : রবি মৌসুমে নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার চার হাজার ৯৭০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারির ডাল বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হবে।