বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৩:২২

বান্দরবানে শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

মঙ্গলবার বান্দরবানে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ৪ নভেম্বর, ২০২৫, (বাসস) : জেলায় (খ্যং ওয়াহ্ ক্যং) রাজগুরু বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার রাজগুরু বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এই দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশের আয়োজন করা হয়।

সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে (খ্যং ওয়াহ্ ক্যং) রাজগুরু বৌদ্ধ বিহারে এসে সমবেত হয়।

পরে বিহারে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবরদান ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।

চীবর উৎসর্গ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত কওয়িচাইন্দা মহাথের, (খ্যং ওয়াহ্ ক্যং) রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কেতু মহাথের, আবাসিক প্রধান ভদন্ত নাইন্দাসারা ভিক্ষু ও ধর্মজ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার মং ওয়ে প্রু, সিনিয়র সহসভাপতি মং ক্য শোয়েনু নেভী, সাধারণ সম্পাদক কেএসমংসহ দায়ক-দায়িকা ও অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।

বৌদ্ধ শাস্ত্র মতে, ২৪ ঘণ্টার মধ্যে টাটকা চীবর তৈরি করে ভিক্ষুদের দান করার মধ্য দিয়ে কায়িক, বাচনিক ও মানসিক পূর্ণ্য সঞ্চয় হয়। এজন্যই এই দানকে বলা হয় ‘শ্রেষ্ঠদান’ বা ‘কঠিন চীবর দান’।

প্রবারণা পূর্ণিমার পর বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী এভাবেই পালিত হয় এই ঐতিহ্যবাহী কঠিন চীবর দানোৎসব, যা বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও সৌভ্রাতৃত্বের এক উজ্জ্বল প্রতীক।