শিরোনাম

মুন্সীগঞ্জ, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার বিকেলে উপজেলার রাঢ়ীখালে তিন দোকান বাজার এলাকায় পারিজাত বেকারিকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ শাখা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অধিদপ্তর উপজেলার রাঢ়ীখালে তিন দোকান বাজার এলাকায় বাজার মনিটরিং করে। মনিটরিংকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত ও একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার সংরক্ষণের দায়ে পারিজাত বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।