শিরোনাম

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষতা অর্জনে যেকোনো একটি বিদেশি ভাষা শেখার জন্য আজ এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাবি’র ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এই আহ্বান জানান।
বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইনজামাম স্বাগত বক্তব্য দেন। সঞ্চালন করেন- বিভাগের সহকারী অধ্যাপক ড. মাশরুর ইমতিয়াজ।
ড. সায়মা হক বিদিশা বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনেও অব্যাহত রাখতে হবে। অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা অব্যাহত রাখতে পারে না। নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা না করায় ফলাফলও আশানুরূপ হয় না। শিক্ষার্থীদের ১ম বর্ষ থেকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে হতাশাগ্রস্ত না হয়ে, দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক ও গঠনমূলক কর্মকাণ্ডে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। দক্ষতা অর্জনে যেকোন একটি বিদেশি ভাষা শেখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সততা ও পরিশ্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রকৃত ভালো মানুষ হতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।