বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৮:০৯

দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের মাথার খুলির সফল প্রতিস্থাপন

চট্টগ্রাম, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

গত শনিবার নগরীর পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলি প্রতিস্থাপন করা হয়। এই অস্ত্রোপচারটি সম্পন্ন করেন নিউরোসার্জন ডা. মো. ইসমাঈল হোসেন।

তিনি আজ অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামুন মিয়া শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, তিনি সুস্থ হয়ে উঠছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মামুনসহ অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের সময় মামুনের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে তার মাথার খুলি অপসারণ করতে হয়। প্রায় দুই মাস পর শনিবার তার খুলির সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়।

ডা. মো. ইসমাঈল হোসেন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের আরেক শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম সংঘর্ষে গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সায়েম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে বাড়ি ফেরবেন।