শিরোনাম

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ১ লাখ ৬৭ হাজার ৫৬৫ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
২০০৯ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ সময়ে এডিআর-এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মোট ১ লাখ ৮৭ হাজার ৯৮৬ মামলায়। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৩৬১ জন উপকারভোগীর মামলা নিষ্পত্তি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৩ লাখ ৩ হাজার ৬৪৩ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।