শিরোনাম

মুন্সীগঞ্জ, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলা গোয়েন্দা পুলিশ ৮ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী মো. শিমুল মিয়া (৪৫) কে কাভার্ড ভ্যানসহ গ্রেফতার করেছে। মো. শিমুল মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাগাইশ গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতকাল রবিবার দিবাগত রাত ১১ টায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু (উত্তর) থানাধীন সিতারামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিতারামপুর বাজার চৌরাস্তা থেকে ৮ কেজি গাঁজাসহ মো. শিমুল মিয়াকে গ্রেফতার করে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-২১-৮৫৮০) জব্দ করা হয় ।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক রাসেল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিমুলের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।