শিরোনাম

রংপুর, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বিআরইউআর)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তির অংশ নয়, বরং আধুনিক কর্মক্ষেত্রের অবিচ্ছেদ্য উপাদানে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও গতিশীল করে তুলবে। গবেষণার বিভিন্ন ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
রোববার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভার্চুয়াল শ্রেণিকক্ষে আয়োজিত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথি বলেন, ‘শিক্ষা, চিকিৎসা, কৃষি ও সমাজবিজ্ঞানসহ প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের প্রযুক্তি ও গবেষণায় অগ্রসর করতে কাজ করছে।’
সেমিনারে বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার বাস্তব জীবনে প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে নিরাপদ ডিজিটাল ব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।