শিরোনাম

কক্সবাজার, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়া পাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত্যু শিশুরা হলো নূরে জান্নাত (৮) ও মোহাম্মদ হাসান মিয়া (৭)। তারা টৈটং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলভী হাসানের জুম এলাকার নুরুল আমিনের সন্তান। নূরে জান্নাত টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও হাসান প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে মা ছকিনা বেগম তাঁর দুই শিশু সন্তানকে নিয়ে পশ্চিম সোনাইছড়িতে বড় বোন হাছিনা বেগমের বাড়িতে বেড়াতে যান। রোববার দুপুরে নূরে জান্নাত ও হাসান খালার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় মা ও খালা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে খেলতে তারা বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে ডুবে যায়।
ঘন্টাখানেক পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এর একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাওলানা আব্দুল হক বলেন, খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ বাড়িতে আনা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে। একসঙ্গে দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।