শিরোনাম

মুন্সীগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জ সদরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার বিকেলে সদর উপজেলার বাগমামুদালীপাড়া এলাকায় বাজার মনিটরিংকালে কেক তৈরির উপকরণের দোকান মালিককে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ শাখা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার বাগমামুদালীপাড়া এলাকায় বাজার মনিটরিং করে। এ সময় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত রেইনবো মিনি সুপার শপের মালিক মো. মাসুফ উদ্দিনকে ৭ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী দোকানে সংরক্ষণ ও বিক্রয় না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. জামার উদ্দিন মোল্লা।