শিরোনাম

রাজবাড়ী, ২ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পলিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার দুপুর সাড়ে ১১ টায় জেলা স্বাস্থ্য বিভাগ, রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট এবং রক্তদান সংগঠন ‘বাঁধন’ -এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
রোববার সকালে সদর হাসপাতালের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ সভাপতিত্বে এ সভায় রাজবাড়ী সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল হান্নান শেখ, ডেপুটি সিভিল সার্জন ডা. সোহেল শেখ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, রক্তদান ও মরণোত্তর চক্ষুদান মানবতার মহৎ দৃষ্টান্ত। নিয়মিত রক্তদান জীবন বাঁচায়। মরণোত্তর চক্ষুদান অন্ধ মানুষের জীবনে নতুন আলোর দিশা দেয়।