বাসস
  ০২ নভেম্বর ২০২৫, ১৭:২৯

দুর্ঘটনা ও যানজট নিরসনে কেএমপি’র সচেতনতামূলক র‌্যালি

খুলনা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা ও যানজট রোধে সচেতনতামূলক র‌্যালির আয়োজন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ।

আজ রোববার সকালে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে এ র‌্যালির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। চালকদের মোড়ে এলোমেলোভাবে গাড়ি না রাখতে এবং ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রত্যেক চালক ও যাত্রী একটি পরিবারের অংশ। সড়কে একটি অসতর্ক মুহূর্ত অনেক পরিবারের জন্য দুঃখের কারণ হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, খুলনাকে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে ট্রাফিক আইন মেনে চলা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

র‌্যালিতে ট্রাফিক পরিদর্শক, সার্জেন্ট, ই-রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালক এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাসহ অনেকেই অংশগ্রহণ করেন।