বাসস
  ০২ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রোববার সকালে সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আইজীবী সমিতির সামনে থেকে একটি আনন্দ মিছিলটি বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা শাখার আহবায়ক অ্যাড. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জজ কোর্টের জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. আরিফুর রহমান আলো, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. ইব্রাহিম হোসেন, অ্যাড. মো. শিহাব মাসউদ সাচ্চু, অ্যাড. ইমরান শাওন, অ্যাড. আব্দুল জলিল (৩), অ্যাড. তারিক ইকবাল অপু, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. সরদার সাঈদ প্রমুখ।

সভায় বক্তারা, দেশ গঠনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।