বাসস
  ০২ নভেম্বর ২০২৫, ১৬:৩০

সাতক্ষীরায় পচা মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা 

সাতক্ষীরা, ০২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিভিন্ন হোটেলে পচা মাংস সরবরাহের দায়ে আবদুল কাদের (৩৬) নামের এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। 

এ সময় জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি অফিসার বিপ্লব জিৎ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে রোববার সকালে জেলা শহরের লাবণী মোড় থেকে মাংস ব্যবসায়ী সমিতির সহায়তায় পচা মাংসসহ আবদুল কাদেরকে আটক করা হয়। 

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে পচা মাংস এনে শহরের বিভিন্ন হোটেলে সরবরাহ করছিলেন। প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষায় ওই মাংস পচা ও দুর্গন্ধযুক্ত প্রমাণিত হওয়ায় খাদ্য নিরাপত্তা আইনের ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও দুইমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত প্রায় ৩০ কেজি পচা মাংস জনসমক্ষে ধ্বংস করা হয়।