বাসস
  ০২ নভেম্বর ২০২৫, ১৬:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস পালিত। ছবি : বাসস

রাজশাহী, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্বদ্যিালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে।  

এ উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সিনেট ভবনের সামনের চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, হল ও বিভাগসমূহ থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ দিবস উপলক্ষে বেলা ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও  আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

এই আয়োজনে ৩ জন অবসরপ্রাপ্ত প্রফেসর, ড. মু. আয্হার উদ্-দীন (অর্থনীতি বিভাগ, সাবেক উপ-উপাচার্য ও পিএসসি সদস্য), ড. এম নজরুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ) ও ড. মামনুনুল কেরামত (ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সাবেক উপ-উপাচার্য)-কে সম্মাননা প্রদান করা হয়। উপাচার্য তাঁদের সম্মাননাসূচক উত্তরীয় ও স্মারক ক্রেস্ট প্রদান করেন। 
এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘টেকসই সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক বিষয়ে মো. শাহিন বাদশা সুমন (ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ) প্রথম স্থান, জারিন তাসনীম (ইতিহাস বিভাগ) দ্বিতীয় স্থান ও কাজী এস এম আবদুল্লাহ (মার্কেটিং বিভাগ) তৃতীয় স্থান অধিকার করেন।

স্কুল পর্যায়ে (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) ‘আমার প্রিয় শিক্ষক’ শীর্ষক বিষয়ে আহনাফ তাওসীফ খান (১০ম শ্রেণি, শাখা: খ-১) প্রথম স্থান, ছায়া নুর সাবা (৬ষ্ঠ শ্রেণি, শাখা-ক) দ্বিতীয় স্থান ও মুসবিতুল ইমাম নীরদ (৮ম শ্রেণি, শাখা-খ) তৃতীয় স্থান অভিকার করে।

এছাড়া কলেজ পর্যায়ে (একাদশ-দ্বাদশ শ্রেণি) মোছা. দিশা খাতুন (শাখা: ব্যবসায় শিক্ষা, দ্বাদশ শ্রেণি) পুরস্কার পেয়েছে।