শিরোনাম

দিনাজপুর, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর শহরে ঐতিহ্যবাহী রেলবাজারের অবকাঠামো উন্নয়নে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ২৬ লাখ টাকা।
দিনাজপুর পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম আজ রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আধুনিক হাটবাজার নির্মাণ প্রকল্পের আওতায় প্রবৃদ্ধি সুইচ কন্টাক্ট প্রকল্পের অধীনে দিনাজপুর পৌরসভার রেলবাজারে আরসিসি রাস্তাসহ কয়েকটি স্থাপনা নির্মাণ কাজ আজ রোববার উদ্বোধন করা হয়েছে।
এসব স্থাপনার মধ্যে রয়েছে আরসিসি রাস্তা, ড্রেন, ফিস ও মিট সেড, টিউবওয়েল, স্ট্রিট সোলার লাইট এবং গণশৌচাগার নির্মাণ। এসব অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হলে রেলবাজার হাট নান্দনিক অবস্থা ফিরে পাবে। বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
দুপুর সাড়ে ১২ টায় এসব স্থাপনা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।
এ সময় পৌরসভা নির্বাহী প্রকৌশলী ও পৌর সভার নির্বাহী কর্মকর্তা মো. মিনারুল ইসলাম খান সোহেল, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারি প্রকৌশলি (পানি শাখা) মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারি প্রকৌশলী রিমেল আহমেদ, বাজার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বকুল, কার্যসহকারী মো. হামিদুল হক, ঠিকাদার সাইফুল্লাহ হারুন, জেলা বিএনপি'র নেতা শওকতুল্লাহ মজিদ বাদশা, প্রজন্ম দল জেলা শাখার আহবায়ক বিপ্লব কুমার নাগ জয়সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।