বাসস
  ০২ নভেম্বর ২০২৫, ১৩:৫৬

হবিগঞ্জে এনসিপির নতুন কমিটি

আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী মুবিন ও ইস্তার মিয়া তালুকদার। ফাইল ছবি

হবিগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস ) : আবু হেনা মোস্তফা কামালকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুবুল বারী মুবিনকে সদস্য সচিব ও ইস্তার মিয়া তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

শনিবার রাতে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাক্ষরিত পত্রে ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির উল্লেখ্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরদ্দিন আহমেদ জাকি, যুগ্ম আহ্বায়ক শকিল মোহাম্মদ, নজরুল আজিজ জুনেদ, আব্দুল হাই কামাল আব্দুল বাসিত তরফদার, নুরুল হক টিপু, শাহাজাহান মিয়া, আব্দুল্লাহ আল কাফি, আসমা চৌধুরী, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ মনির, ফারুক মিয়া মাস্টার। 

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মীর দুলাল, ইফতেখার আহাদ নাইম, কামাল আহমেদ, শাহ সৈয়দ উল হাসান সাঈদ, এম এ শহীদ, সালমা আহসান, শেখ রুবেল আহমেদ ও শফিকুল ইসলাম সেলিম।

নব-নির্বাচিত আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, নতুন কমিটি পেয়েছি। সকলের সহযোগিতায় উপজেলা সমন্বয় কমিটিগুলো পূর্ণাঙ্গ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবো।