শিরোনাম

বান্দরবান, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : পার্বত্য জেলা বান্দরবানে গরীব-অসহায় জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় তিনি জেলার বিভিন্ন এলাকার ৪৫ জন গরীব-অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সহায়তা প্রাপ্তরা চিকিৎসা, উচ্চশিক্ষা গ্রহণসহ নানাবিধ প্রয়োজনে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। এ দিন জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দকৃত বিশেষ অনুদান থেকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আমরা সবাই নিজ নিজ কাজে এগিয়ে যাবো, পরনির্ভরশীলতা ছেড়ে জীবনে প্রতিষ্ঠিত হবো। ভিক্ষাবৃত্তি নয়, নিজের যোগ্যতা ও পরিশ্রমেই সমাজে টিকে থাকতে হবে।
তিনি সবাইকে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার ও কর্মমুখী জীবনের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন, জয়া দত্ত, জালাল মো. আশফাকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।