শিরোনাম

সিরাজগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।
আজ রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ও কৃষিবিদ গোলাম রব্বানী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৯ হাজার ৩৮০ বিঘা জমিতে গম, সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসল চাষ করা হবে।
এর মধ্যে ৯০ বিঘা জমিতে গম, ৯ হাজার ১৯০ বিঘায় সরিষা, ২০ বিঘায় সূর্যমুখী, ২০ বিঘায় চিনাবাদাম, ২০ বিঘায় পেঁয়াজ, ২০ বিঘায় মসুর, ২০ বিঘায় খেসারি এবং ২০ বিঘায় অড়হড় ফসলের আবাদ করা হবে। প্রতিটি ফসলের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা শীতকালীন রবি মৌসুমে লাভজনক ফসল চাষে আরও উৎসাহিত হবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
সুবিধাভোগী কৃষকরা জানান, সরকারি এই সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমাতে এবং ফলন বাড়াতে সহায়ক হবে। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অনেক ভূমিকা রাখবে।