শিরোনাম

বাগেরহাট, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মোল্লাহাট উপজেলায় বজ্রপাতে আক্কাস শিকদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলার কাচনা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্কাস শিকদার কাচনা উত্তর পাড়ার মোজাম শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, নিজের মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আক্কাস। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক জানান, রাতে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষক ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে তার দাফনের ব্যবস্থা করেছেন।