বাসস
  ০২ নভেম্বর ২০২৫, ১৩:২৩

রাজশাহী সীমান্ত থেকে ভারতীয় মাদক জব্দ

ছবি: বাসস

রাজশাহী, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর কাটাখালী সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল শনিবার বিকেলে খিদিরপুর বিওপি’র একটি টহল দল এ ভারতীয় মাদক জব্দ করে। আজ রোববার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৫৯/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহীর কাটাখালী থানাধীন লটাবন এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি প্লাষ্টিকের বস্তা থেকে ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।