শিরোনাম

লালমনিরহাট, ২ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মাহবুব রহমান (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর দরগাহপাড়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব রহমান ওই এলাকার মৃত জাফর আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরের দিকে মাহবুব রহমান মোটরসাইকেলযোগে কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থল বন্দরগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাহবুব গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় গত রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক মালিকের পক্ষ থেকে নিহতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় দুই পক্ষের সমঝোতা হয়।