বাসস
  ০২ নভেম্বর ২০২৫, ১১:৩২

খুলনায় এপিবিএনের পরিচ্ছন্নতা অভিযান

শনিবার তৃতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শোভাযাত্রা শেষে খুলনা জেলা শহরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। ছবি: বাসস

খুলনা, ২ নভেম্বর ২০২৫ (বাসস) : দূষণমুক্ত পরিবেশ প্রচার এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে তৃতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জেলা শহরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। এই অভিযান চলাকালে গতকাল শনিবার সকাল ১০টায় এপিবিএন চত্বর থেকে একটি  শোভাযাত্রা শুরু হয়ে শিরোমণি বাজার এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে এপিবিএন গেটে শেষ হয়।

শোভাযাত্রা শেষে খুলনা সিটি কর্পোরেশনের কর্মী, এপিবিএন কর্মকর্তা ও কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। 

এপিবিএন-এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি এমএম সালাহউদ্দিন স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি পরিষ্কার, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য শহর গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন। 

অভিযানে পুলিশ সুপার (এসপি) জিএম আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার এ.কে.এম. ফসিউর রহমান এবং ব্যাটালিয়নের সব কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। শিরোমণি বাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।