শিরোনাম

চাঁদপুর, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার ফরিদগঞ্জ উপজেলায় আজ ট্রাফিক আইন লঙ্ঘন করায় ছয়টি যানবাহন জব্দ এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করায় এসব ব্যবস্থা গ্রহন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যৌথ বাহিনী ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়।
অভিযানকালে সর্বমোট ৯০টি গাড়ি তল্লাশি করা হয়। এসময় লাইসেন্স না থাকায় ৬টি গাড়ি জব্দ করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ১২টি মামলা করা হয়। এসব মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।