শিরোনাম

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস): কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুইদিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, গত ২৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয় থেকে গত ২৬ ও ২৭ অক্টোবর দুইদিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও প্রশ্নফাঁস সংক্রান্ত প্রাথমিক তথ্যের আলোকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে দুদক টিম। পাশাপাশি সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।
সার্বিক পর্যালোচনায় স্থানীয় বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রশ্নফাঁসের এ অপরাধ সংঘটিত হয়েছে বলে টিমের নিকট প্রতীয়মান হয়। এ সময় জড়িতদের মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করে দুদক।
প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশসহ একটি প্রতিবেদন কমিশনের বিবেচনার জন্য দাখিল করেছে দুদক টিম।