বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৮:২০

দিনাজপুরে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা

আজ দিনাজপুরে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা। ছবি : বাসস

দিনাজপুর, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ অংশীজনদের সাথে গ্রাম আদালত বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পযন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প’ -এর জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান। 

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম -এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. ফজলার রহমান ও মো. শামসুল হক। 

মতবিনিময় সভায় বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মো. রিয়াজ উদ্দিন।

আরও বক্তব্য রাখেন জেলা ম্যাজিষ্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, ইউএনডিপি’র ন্যাশনাল প্রজেক্ট কো-র্ডিনেটর বিভাষ চক্রবর্তী, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম, সিনিয়র জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প’ -এর জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান বলেন, গ্রাম আদালত সঠিক ও স্বচ্ছতার সাথে পরিচালনার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে বিচার প্রার্থীদের সেবা নিশ্চিত করতে পারলে মামলার জট অনেকাংশে কমানো সম্ভব হবে। গ্রাম আদালতে বিচারকার্য পরিচালনাকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে, তবেই বিচারপ্রার্থীরা ন্যায় বিচার পাবেন।