শিরোনাম

পটুয়াখালী, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আন্তঃ সৃজনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনীবিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি একটি গ্রুপে এবং নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অন্য গ্রুপে অংশ নেয়।
মেলা ঘুরে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা বিকল্প পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাস উৎপাদন, রেইন ওয়াটার হারভেস্টিং, আগ্নেয়গিরির প্রকৃতিসহ মোট ১২টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
দর্শনার্থী ও অভিভাবকরা প্রদর্শনীগুলো উপভোগ করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরও আকৃষ্ট হতে হবে। উদ্ভাবনী দক্ষতা বাড়ানোর মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। শিক্ষকদেরও বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক ক্লাসে আরও জোর দিতে হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের শিক্ষিকা পারভীন নাহার, সৃজনীবিদ্যানিকেতন-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সৃজনী সংসদ-এর উপদেষ্টা শফিউল রাজিব, সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা রিফাত ও রাজিবুল ইসলাম রন্টি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুজন মরগান।
প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ প্রকল্প উপস্থাপকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।