শিরোনাম

টাঙ্গাইল, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শরীরচর্চা শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো. ইসতিয়াক আহমেদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবাইর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন প্রমুখ।
৭ম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১৩৬টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করছেন।