শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়।
আজ রোববার বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ব্লু ইকোনমি গ্রোথ ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে গেস্ট অব অনারের বক্তব্যে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাব এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ বলেন, সমুদ্র, পর্যটন ও বিমান খাতসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সারাদেশের তরুণ-তরুণীদের এসব প্রফেশনাল কোর্সের আওতায় আনতে মেরিটাইম ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন জানান, দক্ষ জনবল তৈরিতে দেশের বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।